নাসিম উদ্দীন কুৃষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় দূর্বৃত্তদের হামলায় গুরুতর আহত নাফিস আহম্মেদ তুষার (২৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।নিহত তুষার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর বিশ্বাসপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে ও মোকারিমপুর ইউনিয়ন (জাসদ) ছাত্রলীগের সহ-সম্পাদক বলে জানাগেছে।স্থানীয় সূত্রে জানাযায়, দূর্বৃত্তদের হামলার শিকার তুষারকে আশংকাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় সেখানে তুষারের অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে রাজশাহী রেফার্ড করেন।পরে রাজশাহী মেডিকেলে নেয়ার পর তুষারের মৃত্যু হয়।ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ওসি জহুরুল ইসলামের সাথে মুঠে ফোনে কথা হলে তিনি জানান, ঘটনার পর সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছায় পুলিশ।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।