নাসিম উদ্দীন স্টাফ রিপোটারঃ
ঈশ্বরদী পূর্ব পশ্চিমঞ্চলীয় একটি গ্রামে স্থাপিত একটি ভাস্কর্য ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে।স্থানীয়রা বলছেন, ভাস্কর্যটি স্বেচ্ছাচারী ও যৌনাবেদনময়।ঈশ্বরদীর পূর্ব পশ্চিমঞ্চলীয় জয়নগরগ্রামে এ ঘটনা ঘটেছে।গ্রামটি ব্যাবসীক গ্রাম হিসেবে পরিচিত।এই গ্রামের স্বপ্নদ্বীপ রির্পোটের মধ্যেকার চত্বরে মৎস্যকন্যার আদলে তৈরি করা হয়েছে ভাস্কর্যটি।স্কুলের শিক্ষার্থীরা ভাস্কর্যটির দেখে বিরুপ ভাব প্রকাশ করছে, ভাস্কর্যটির ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।স্বপদ্বীপ রির্সোটে আরেকটি শিশুর লিংঙ্গের ভাস্কর্যটি অবমাননা সমালোচনা ঝড় উঠছে পরির্বতদুটি বিশাল স্তনবিশিষ্ট ভাস্কর্যটি দেখতে অনেকটা মৎস্যকন্যার মতো।এ ধরনের মৎস্যকন্যা আগে কেউ বাস্তবে দেখেছে কি না, আমি জানি না।কে জানে, পর্যটকদের জন্যও এটি হয়তো আকর্ষণীয় হয়ে উঠবে! আবার অনেকেই এদের ভাস্কর্য সামাজিক অবমূল্যায়ন বলে আখ্যা দিয়েছে।নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো প্রতিটা ব্যাক্তির দায়িত্ববোধ ও কর্তব্যবোধের মধ্যই পরে সেই সাথে শিশুর প্রতি ভালোবাসা থাকাও উচিত বলে আমি মনে করি তার পরও কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতেই উত্তেজনা দেখা দিয়েছে।অনেকেই বলছেন, এটি অশ্লীল ও যৌন উত্তেজনা।পর্যটকরা বলছে এদের ভাস্কর্যটি শুধু সামাজিক অবমূল্যায়ন নই এটা পরিবারের সাথে ঘুরতে এসে এধরনের ভাস্কর্যটি দেখে নিজের কাছেই লজ্জাকর বলে মনে করে অনেকই।