ঝালকাঠি প্রতিনিধি :
বাংলা নববর্ষ উপলক্ষে ঝালাঠির রাজাপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার সাংগর গ্রামের শুক্তাগড় ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ ঘোড় দৌড় প্রতিযোগিতায় ৭টি ঘোড়া অংশ নেয়। স্থানীয়রা জানিয়েছে,বাংলা নববর্ষ উপলক্ষে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গ্রামীন ঐতিহ্যের মেলা বসে। এ মেলায় গ্রামীন পরিবেশের বিভিন্ন রকমের খাবার ও হরেক রকমের খেলনার পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। মেলা দেখতে দুর দুরান্তের শত শত নারী পুরুষ ও শিশুরা অংশ নেয়। হিন্দু- মুসলিম এক হয়ে সম্প্রতির বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দে মেতে ওঠে সবাই। মেলার আয়োজকরা জানান,বর্তমান প্রজন্মকে অতীত ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রতি বছর এ ঘোড়দৌড় ও গ্রামীন মেলার আয়োজন করা হয়। স্থানীয়রা এখানে এসে আনন্দ উপভোগ করে।