অনলাইন ডেস্ক :
পিরোজপুরের নেছারাবাদে উৎসব মুখর পরিবেশে দ্বিতীয়ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।রবিবার (২১ এপ্রিল) নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।কাউখালী ও নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার সৈয়দ শফিকুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম মুইদুল ইসলাম, বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়।ভাইস-চেয়ারম্যান পুরুষ পদে মো: শফিকুর রহমান সুমন, মো: শহিদুল ইসলাম মিন্টু, শিশির কর্মকার, সোহাগ মিয়া ও রাজিব সেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নার্গিস জাহান এবং তুলি মন্ডল মনোনয়ন দাখিল করেছেন।আগামী ২১ মে এ উপজেলার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।