কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে পঁচা মাছ বিক্রির অপরাধে দুই মাছ ব্যবসায়ীকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড এবং জাটকা ইলিশ বিক্রির দায়ে অপর দুই মাছ ব্যবসায়ীকে তিন হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।সোমবার (২২ এপ্রিল) সকালে কাউখালী উপজেলা শহরের সাপ্তাহিক বাজারের দিন দক্ষিন বাজারে উপজেলা প্রশাসন,মৎস্য অধিদপ্তর এবং নৌ-পুলিশ যৌথ অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ স্বজল মোল্লা এই দন্ড দেন।ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত ব্যবসায়ীরা হলেন-বরগুনা জেলার পাথরঘাটার আঃ আজিজ এর ছেলে মোঃ সগির(৫০), আনোয়ার হাওলাদারের ছেলে মোঃ সাগর(২৪) এবং মৎস্য রক্ষা ও সংরক্ষরন আইন এর ৩৩ ধারায় দন্ড প্রাপ্তরা হলেন-কাউখালীর চিরাপাড়া গ্রামের জমির শেখ ও মাইনুল ইসলাম।