পিরোজপুর প্রতিনিধি :
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোঃ আহসান কবির খান বলেছেন, অতীতের যে কোন নির্বাচনের চেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।উপজেলা নির্বাচন আগের যে কোন নির্বাচনের চেয়ে শতভাগ প্রভাবমুক্ত ও নিরপেক্ষ হবে। এখানে কোন প্রার্থীর বা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কেহ কোন ধরনের অনিয়ম করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।এ ব্যাপারে সরকার প্রধান সহ নির্বাচন কমিশন শতভাগ কঠোরতা অবলম্বন করছেন।কোথাও কোন অনিয়ম হলে আপনারা (সাংবাদিক) আমাদের নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করবেন।
শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃক্সখলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি এবং অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ কথা বলেন।এ সময় তিনি আরো বলেন, যেহেতু ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, তাই এখানে কোন ধরনের প্রভাব বিস্তারের সুযোগ নাই।জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের উপ মহা পুলিশ পরিদর্শক মোঃ জামিল হাসান।এছাড়া আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সহ র্যাব, বিজিবি ও অন্যান্য আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ।এর আগে নির্বাচন কমিশনার জেলা শিল্পকলা একাডেমিতে নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।