মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :
ময়মনসিংহ ধোবাউড়ায় থানায় আবারও ৫০ গ্রাম(পাঁচ লক্ষ) টাকা মুল্যের হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।ময়মনসিংহ জেলা সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁইয়া দিকনির্দেশনায় থানার অফিসার ইনচার্জ চান মিয়ার নির্দেশে এসআই জাহিদ হাসান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (২৭এপ্রিল) রাত আনুমানিক ৩ টায় সোহাগীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার বল্লভপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সাদ্দাম মিয়া(৩০)।
এ ব্যাপারে ধোবাউড়া থানার এসআই জাহিদ হাসান বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে রাখবো।এ বিষয়ে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ চান মিয়া বলেন সাদ্দাম হোসেন একজন মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে ধোবাউড়া থানা সহ ময়মনসিংহের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।মাদকের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যহত থাকবে।ধোবাউড়াকে মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ।সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।