আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে মটর দিয়ে খাল থেকে পুকুরে পানি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম (২৬) নামের এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ এপ্রিল) বেলা একটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হলদিয়া বাজার এলাকায়।নিহত হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম ওই গ্রামের মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম এর ছেলে। তিনি পাশ্ববর্তী চাওড়া ইউনিয়নের খলিফা বাড়ি জামে মসজিদের ইমাম ছিলেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে নিহত মাওলানা ইব্রাহিমের বাড়ির পুকুরে পানি শুকিয়ে যাওয়ায় বাড়ির পাশের খালে মটর বসিয়ে পানি ওঠানোর জন্য বিদ্যুৎয়ের লাইন দিতে গেলে শক খেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।মাওলানা ইব্রাহিমকে পড়ে থাকতে দেখে তার মায়ের ডাক চিৎকারে স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তার মৃত্যু অনেক আগেই হয়েছে বলে নিহতদের স্বজনদের নিশ্চিত করেন।