কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে পচা ও রং মেশানো মাছ বিক্রির অপরাধে মেহেদী হাসান (১৯) নামের এক মাছ ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মেহেদী হাসান উপজেলার সদর ইউনিয়নের আয়রন গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
সোমবার (২৯ এপ্রিল) সকালে কাউখালী উপজেলা শহরের সাপ্তাহিক বাজারের দিন দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. স্বজল মোল্লা এ দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, সোমবার সকালে উপজেলার দক্ষিণ বাজারে সাপ্তাহিক হাটের দিন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ স্বজল মোল্লা মাছ বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় পচা ও রং মেশানো মাছ বিক্রি করার অপরাধে মেহেদী হাসান নামের এক মাছ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।