1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গাবালীতে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটির শপথ গ্রহণ কাউখালীতে বাল্যবিবাহের অপরাধে বরের পিতার কারাদণ্ড মেঘনায় ১০৪ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ফুলপুরে এ কে এম ফজলুল হক দুদু মিয়া অটিজম বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মিটিং অনুষ্ঠিত মেঘনায় সংঘর্ষে আহত ১০, ভাঙচুরের পর লুটপাটের আশঙ্কা কাউখালী উপজেলা বিএনপির সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্তানকে বিক্রি করে অলংকার ও মোবাইল কিনলেন মা গজারিয়ায় সিকোটেক্স ডাইং এন্ড প্রিন্ট্রিং ফ্যাক্টরিতে আগুন চীনের দেয়া মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালে হলে উপকৃত হবে ২২ জেলার  মানুষ  মেঘনা সেতুর ঢালে রডভর্তি ট্রাক বিকল, মহাসড়কে যানজট

পিরোজপুর সদর উপজেলায় আ’লীগ নেতার চেয়ারম্যান পদের প্রার্থীতা স্থগিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. মুজিবুর রহমান খালেকের প্রার্থীতা স্থগিতে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।মঙ্গলবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই আদেশ প্রদান করেন।জানা গেছে, এর আগে গত ২৪ এপ্রিল হাইকোর্টের একটি ডিভিশন ওই প্রার্থীর রিট আবেদনের প্রেক্ষিতে তাকে প্রার্থী ঘোষনা করে প্রতীক বরাদ্দের জন্য পিরোজপুর জেলা রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছিলেন।ওই আদেশের বলে তাকে গত দুই দিন আগে বৈধ প্রার্থী ঘোষনা সহ তাকে মোটর সাইকেল প্রতীক বরাদ্দ দেয়া হয়।

ওই আদেশের বিরুদ্ধে তার প্রতিদ্বন্দ্বী বৈধ প্রার্থী ও ওই উপজেলার ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন (দোয়াত কলাম) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেন।প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৪ জন বিচারপতির সমন্বয়ে গঠিত ফুল বেঞ্চ ওই রায় দেন।ফলে চেয়ারম্যান প্রার্থী ও ওই উপজেলার বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক আর প্রতিদ্বন্দ্বীতা করতে পারছেন না।সুপ্রিল কোর্টে বাদী প্রতিদ্বন্দ্বী এসএম বায়েজিদ হোসেনের পক্ষের আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক।

আপিল শুনানি সূত্রে জানা গছে, এর আগে প্রার্থীতা ফিরে পেতে মুজিবুর রহমান খালেক একটি রিট করেন। এতে বৈধ প্রার্থী এসএম বায়েজিদ হোসেন ও অপর বৈধ প্রার্থী মো. শফিউল হক মিঠুকে কোনভাবেই প্রতিপক্ষ না করে রিট আবেদন করেন। তবে আপিল শুনানিতে প্রাসঙ্গিকভাবে উঠে আসে মো. মুজিবুর রহমান খালেক অগ্রনী ব্যাংকের ঋন খেলাপি হওয়ার কারনে তিনি মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হবেন এমন আশঙ্কায় আদৌ মনোনয়নপত্র দাখিল না করে সুকৌশলে হাইকোর্টে বিষয়টি গোপন রেখে আদেশ নিয়েছিলেন।তবে রিট পিটিশনে মুজিবুর রহমান খালেক দাবী করেন তিনি অনলাইনে মনোনয়ন পত্র দাখিলে চেষ্টা করে ব্যার্থ হন। তবে জেলা রিটার্নিং কর্মকর্তা তার ওই অভিযোগের উপর লিখিত মন্তব্য করেন বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক অনলাইনে আদৌ কোন মনোনয়ন পত্র সেন্ট করেন নি।উল্লেখ্য, আগামী ৮ মে জেলার সদর উপজেলা সহ জেলার নাজিরপুর ও ইন্দুরকানী এ ৩ উপজেলায় ইভিএম এর মাধ্যমে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓