কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৩০ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সম্মানিত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান।ফুলপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোঃ সফিকুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, ময়মনসিংহ।মতবিনিময় সভায় সবারই প্রত্যাশায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ নূরুল আমিন, সাংবাদিক এটি এম রবিউল করিম, নাজিম উদ্দীন, শাহ নাসিরুল্লাহ সৈকত, সেকান্দর আলী প্রমুখ।