মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :
ময়মনসিংহ - হালুয়াঘাট মহাসড়কে ফুলপুর থানাধীন কুড়িয়ারব্রিজ নামক স্থানে হ্যানট্রলি সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরহী নিহত এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।নিহতের নাম মোঃ মিরাজুল ইসলাম খান (৩৫) পিতা মৃত আলাল উদ্দিন গ্রাম মইশাউন্দা ফুলপুর ।ঘটনাস্থলে ফুলপুর থানার এস আই তরিকুল ইসলাম সহ পুলিশ সদস্য উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করেছেন।এবিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের নাম মিরাজুল ইসলাম খান পিতা মৃত আলাল উদ্দিন গ্রাম মইশাউন্দা ফুলপুর এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।