নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধিঃ
মহান মুক্তিযুদ্ধকালীন সময় স্বাধীনতা বিরোধী শান্তি কমিটির নেতাদের সন্তানরা মুক্তিযোদ্ধা হওয়ার তৎপরতার প্রতিবাদে পিরোজপুরের স্বরুপকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৪ মে) দুপুরে স্বরুপকাঠির সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গের ব্যানারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন স্বরুপকাঠি-পিরোজপুর সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা অংশ নেয়। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উল্লেখ করেন মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরাধী শান্তি কমিটির যারা নেতা হয়েছিলেন যারা স্বাধীনতার পক্ষের লোকজনদের নির্মমভাব হত্যা করেছেন তাদের সন্তানরা ইদানিং মুক্তিযোদ্ধা হওয়ার জন্য বিভিন্ন ভাবে তৎপরতা শুরু করেছেন। তাদের এই অপতৎপরতা যাতে বাস্তবায়িত না হয় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয় সহ সরকারের হস্তক্ষেপ কামনা করেন মুক্তিযোদ্ধারা। বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম বিপ্লব। এসময় মুক্তিযেদ্ধাদের সাথে একাত্মতা প্রকাশ করে আরও বক্তব্য রাখেন সাবেক এমপি ও আ.লীগের জাতীয় পরিষদের সদস্য অধ্যক্ষ মো.শাহ আলম ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হক প্রমুখ।