নাসিম উদ্দীন ভেড়ামারা প্রতিনিধিঃ
নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোঃ আবু হেনা মোস্তফা কামাল মুকুল।ভাইস চেয়ারম্যান পদে মোট ২৫২৬১ ভোট পেয়ে বিজয়ী হলেন (পালকি প্রতীক) বুলবুল হাসান পিপুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: রাজীবুর রহমান রাজু (চশমা প্রতীক) ১১৯৯২ভোট পেয়েছেন।এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে (তীর ধনুক প্রতীক) মোছাঃ নার্গিছ আক্তার মোট ৩৬৬০০ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (হাঁস প্রতীক) মোছা : ইন্দোনেশিয়া পেয়েছেন ১৩৯৬১ ভোট।মঙ্গলবার (২১মে) রাত ০৮.৩০ ঘটিকার সময় ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আকাশ কুমার কুন্ডু।