নাসিম উদ্দীন ভেড়ামারা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া -৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাহাবুব – উল আলম হানিফের ভাগ্নে মোঃ আতিকুজ্জামান বিটু নিজ বাড়িতে কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হিসাবে এলাকায় তার দারুন সুখ্যাতি ছিল।তিনি ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।আতিকুজ্জামান বিটুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।মৃত্যুর খবর পেয়ে সাথে সাথে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পরিচিতজন ও রাজনৈতিক সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষীগণ তার বাড়িতে উপস্থিত হন।এলাকার বিশিষ্ট জনেরা সহ সর্বস্তরের মানুষেরা বিটু সাহেবের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন। পরিবারের স্বজনদের প্রতি জানিয়েছেন সান্তনা।সেই সাথে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে।