নাসিম ভেড়ামারা প্রতিনিধি
তানভীর আহমেদ তাপস।পিতা মরহুম মুজিবুল হক মাঙ্গন।পিতামহ মরহুম তিনু মন্সি।পিতামহের স্হায়ী নিবাস কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন’র ১৬ দাগ মুন্সিপাড়া গ্রামে হলেও তাপস’র বেড়ে ওঠা শহরের হিসনা নদী তীরবর্তী কুঠিবাজার এলাকায়।কারণ হিসেবে বলা যায় তানভীর আহমেদ তাপসের পিতা ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত মুজিবুল হক মাঙ্গন কয়েক দশক আগেই কুঠিবাজারে স্হায়ী নিবাস গড়েছিলেন।তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে মহান স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে মুক্তিযুদ্ধের দক্ষ একজন সংগঠক ছিলেন।প্রায় ৪ দশক যাবৎ আওয়ামীলীগের চরম দুর্দিন কিংবা দুঃসময়ে দলের হাল ধরেছিলেন শক্তভাবে।স্বাধীনতা পরবর্তী সময়ে বিধ্বস্ত বাংলাদেশ গড়তে তিনি কাজ করেছিলেন।সে সময় তিনি রিলিফ কমিটির চেয়ারম্যান হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন।তিনি এরশাদ শাসনামলে ১ম উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।ব্যাক্তিজীবনে তিনি অত্যান্ত সৎ মানুষ হিসেবে ভেড়ামারা উপজেলা, কুষ্টিয়া জেলা সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরবর্তীতে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার আস্হা অর্জনে সমর্থ হয়ে ছিলেন।বাবার অনুপ্রেরণায় উজ্হিবিত হয়ে আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে তানভীর আহমেদ তাপস ছাত্রলীগ,যুবলীগ থেকে শুরু করে আওয়ামীলীগের ভক্ত হিসেবে দলীয় কর্মকান্ড সহ সামাজিক বহুমুখী কাজের সহিত যুক্ত রয়েছেন।তানভীর আহমেদ তাপস বর্তমানে রাজনীতির পাশাপাশি কনস্ট্রাকশন কাজের সহিত যুক্ত।তার ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম মেসার্স মাঙ্গন কনস্ট্রাকশন।কনস্ট্রাকশন জগতেও তার কাজের যথেষ্ট সুনাম রয়েছে স্ব স্ব ডিপার্টমেন্টে।আগামীতে তানভীর আহমেদ তাপস একটি স্বচ্ছ,সুন্দর, আলোকিত, বিকশিত,উদ্ভাসিত ভেড়ামারা গড়তে চান, আর সেকারণে তিনি ভেড়ামারা পৌরসভার অধিনস্ত সকল সম্মানিত নাগরিকদের নিকট দোয়া প্রত্যাশা করেছেন।