পিরাজপুর প্রতিনিধি:
পিরোজপুরে ১ লক্ষ ২১ হাজার শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন “এ প্লাস” ক্যাপসুল।শনিবার (১ জুন) সকালে জেলা হাসপাতালে সিভিল সার্জন ডা: মিজানুর রহমান এ কার্যক্রম উদ্বোধন করপন।এ সময় আরো উপস্থিত ছিলপন জেলা হাসপাতালপর আবাসিক মেডিকেল অফিসার ডা: নিজাম উদ্দিন ও ইউনিসেফের কর্মকর্তা ডা: সাজিয়া নওশিন।
সিভিল সার্জন জানান, পিরোজপুরে ১২-৫৯ মাস বয়সের ১ লক্ষ ১৯ হাজার ৫০৪ জন এবং ৬-১১ মাস বয়সের ১৪ হাজার ৬৮৭ জন শিশুকে লাল ও নীল রংয়পর ভিটামিন ‘এ’ ক্যাপসুলর খাওয়ানো হচ্ছে।১ হাজার ৩৬২টি কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম বিরতিহীন ভাবে চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।