নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরাজপুরের নেছারাবাদে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ১১ হাজার দুস্হ ও অসহায় পরিবারের মাঝে পিরোজপুর-০২ আসনের সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (২ জুন) উপজলার ১০টি ইউনিয়ন ১টি পৌরসভার ১১ হাজার দুস্হ ও অসহায় পরিবারের মাঝে এগারটি ভ্যেনুতে সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজ উপস্থিত থেকে তার ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান করেন।
এসময় অন্যান্যদপর মধ্য উপস্থিত ছিলেন, নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া, পৌর মেয়র গোলাম কবির সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলন।