আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
গলাচিপা উপজেলায় ঘূর্নিঝড় “রিমেল” এ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক ও খাদ্য সমগ্র বিতরন করা হয়। রবিবার (২ জুন) সকাল ১১ ঘটিকায় গলাচিপা উপজেলা পরিষদ হল রুমে মোঃ মহিউদ্দিন আল হেলাল উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ফাউন্ডেশন ফর সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (FSDI) এর আয়োজনে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর কুতুবুল আলম।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাহিন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার,সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন।এ সময় ১শত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।