1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গাবালীতে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটির শপথ গ্রহণ কাউখালীতে বাল্যবিবাহের অপরাধে বরের পিতার কারাদণ্ড মেঘনায় ১০৪ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ফুলপুরে এ কে এম ফজলুল হক দুদু মিয়া অটিজম বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মিটিং অনুষ্ঠিত মেঘনায় সংঘর্ষে আহত ১০, ভাঙচুরের পর লুটপাটের আশঙ্কা কাউখালী উপজেলা বিএনপির সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্তানকে বিক্রি করে অলংকার ও মোবাইল কিনলেন মা গজারিয়ায় সিকোটেক্স ডাইং এন্ড প্রিন্ট্রিং ফ্যাক্টরিতে আগুন চীনের দেয়া মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালে হলে উপকৃত হবে ২২ জেলার  মানুষ  মেঘনা সেতুর ঢালে রডভর্তি ট্রাক বিকল, মহাসড়কে যানজট

ফুলপুরে মাদককারবারীদের হামলায় এসআইসহ আহত-৪, আটক-৯

  • প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফূলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুরে মাদক বিরোধী অভিযানে পুলিশের উপর মাদক কারবারীদের হামলা ও আসামী চিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মাদককারবারীদের হামলা ও মারপিটে ৩ পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছে।পরে পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে। রবিবার রাত পৌনে ৯ টার দিকে উপজেলার ছনধরা ইউনিয়নের খারইপার গ্রামের এই ঘটনা ঘটেছে।জানা যায়, ফুলপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার এসআই রবিউল ইসলাম, এসআই বিল্লাল হোসেন ও এএসআই শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের খারইপার গ্রামের আক্তার হোসেন ময়না মিয়ার বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এবং মাদকদ্রব্য ৩০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোখলেছুর রহমান স্বপন মিয়া (২৮)সহ অন্যদের আটক করার চেষ্টাকালে মাদক কারবারীরা ও তাদের সহযোগীরা একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে গ্রেফতারকৃত আসামী ছিনিয়ে নেয়। মাদককারবারী ও তাদের  সহযোগীদের হামলা ও মারপিটে ফুলপুর থানার এসআই রবিউল ইসলাম, এসআই বিল্লাল হোসেন ও এএসআই শাহ আলম গুরুতর আহত হয়।সংবাদ পেয়ে পুলিশের অপর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসআই রবিউল ইসলাম, এসআই বিল্লাল হোসেন ও এএসআই শাহ আলমকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে, খারইপার গ্রামের আক্তার হোসেন ওরফে ময়নার ছেলে মোঃ সুমন মিয়া (১৯), মৃত ইদ্রীস আলীর ছেলে মোঃ মজিবুর রহমান খোকা (৩৫), হানিফ উদ্দিনের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (২০), হারুন অর রশিদের স্ত্রী রুপালী আক্তার (৪০), বিল্লাল হোসেনের স্ত্রী আছিয়া আক্তার (২৩), আক্তার হোসেনের স্ত্রী মোছাঃ ফাতেমা (৪৮), মৃত চান মিয়ার স্ত্রী মোছাঃ হামিদা (৫৫), তারা মিয়ার স্ত্রী নুর জাহান (৪০) ও হানিফ উদ্দিনের স্ত্রী মোছাঃ জায়েদা (৫০)কে গ্রেফতার করেছে। ফুলপুর থানার এসআই সবুজ মিয়া বাদী হয়ে গ্রেফতারকৃতসহ ২২ জনের নাম উল্লেক করে ও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন নয়জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে বাকি দের ধরার চেষ্টা চলছে। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓