নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের চিহ্নিত সন্ত্রাসী কালা স্বপনের বিরুদ্ধে চাচা ভাতিজাকে মারধরের অভিযাগ উঠেছে। শ্রীনগর উপজেলার কেয়াটচিড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।এই ঘটনায় আহত চাচা শেখ হাসান (৬৭) শ্রীনগর থানায় লিখিত অভিযাগ দায়ের করেছেন।জানা গেছে, ওই এলাকার নয়নের গ্যাসের দােকানের সামনে এস স্বপন ওরফ কালা স্বপন একই এলাকার সােলায়মান শেখের (৩৬) সাথে ঝগড়ার উদ্দশ্যে গালি গালাজ শুরু করে। এসময় সােলায়মান শেখ কথার উত্তর দিলে তাকে পিটিয়ে আহত করে।ভাতিজার চিৎকারে চাচা শেখ হাসান এগিয়ে আসলে স্বপন তাকেও মারধর করে।পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।এই ঘটনায় শেখ হাসান বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযােগ দায়ের করেছেন।শেখ হাসান জানান, কালা স্বপন এর আগে অস্ত্র ও মাদক নিয়ে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল।এছাড়াও তার বিরুদ্ধ জমি দখলসহ একাধিক মামলা রয়েছে।স্বপনের পেশী শক্তির প্রভাবে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায়না।এব্যাপারে অভিযুক্ত স্বপন জানান, তার ছেলেদের সাথ খারাপ ব্যবহারের কারনে চর থাপ্পরের ঘটনা ঘটেছে।শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই নার্গিস আক্তার বলেন, লিখিত অভিযােগ পেয়েছি।