1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ এনে কোম্পানীর গেট তালাবদ্ধ করে মানব বন্ধন কাউখালীতে একরাতে ৫ বাড়িতে সিঁধ কেটে চুরি মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার গ্রেপ্তার মুন্সিগঞ্জে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টাকালে ৪টি বোমা ও অস্ত্রসহ যুবদল কর্মী আটক গজারিয়া নিখোঁজের ৩ দিন পর নৌযান শ্রমিকের মরদেহ উদ্ধার কাউখালীর বাশুরী খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার পিরোজপুরে প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কাউখালীতে জাটকা সংরক্ষণে জনসচেতনা মূলক সভা অনুষ্ঠিত কাউখালীতে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ায় ৭ শিক্ষার্থীকে আটক গজারিয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল ছাত্রদের মারামারি,আহত ৫

মুন্সীগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্দ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে ৫ দিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার ( ২৯ জুন) বিকেল ৩ টায় শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র হীরা, গজারিয়া কলিমুল্লাহ অনার্স কলেজের অধ্যক্ষ গোলাম মুতুর্জা, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন, সহকারী কমিশনার খালেদ সাইফুল্লাহ, সরকারি হরগঙ্গা কলেজের সহকারী অধ্যাপক ফারুক আহম্মেদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছিরউদ্দিন জুয়েল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মইন কাদের রবিন, যুগ্ম-সম্পাদক আয়নাল হক স্বপন। আজ ফাইনাল খেলায় মাঠে খেলতে নামে সরকারি হরগঙ্গা কলেজ ও গজারিয়া কলিমুল্লাহ অনার্স কলেজ। এই খেলায় ৩-১ গোলে গজারিয়া কলিমুল্লাহ অনার্স কলেজ কে হারিয়ে সরকারি হরগঙ্গা কলেজ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সরকারি হরগঙ্গা কলেজের পক্ষে ১ম গোলটি করে অপূর্ব, ২য় গোলটি করে রিয়াদ ও ৩য় গোলটি করে ফয়সাল। গজারিয়া কলিমুল্লাহ অনার্স কলেজের পক্ষে একমাত্র গোলটি করে ইমন।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল আলম।তিনি বলেন, ক্রীড়া মানুষের শারীরিক এবং মানসিক শক্তির জন্য প্রয়োজন। বর্তমানে কিশোর ও তরুণদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করতে হবে।এতে মাদকের মতো ভয়াবহতার হাত থেকে যুব সমাজ রক্ষা পাবে। তারা খেলাধুলার মধ্যে থাকলে ঐ নেশা দূরে থাকতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓