নিজস্ব প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় মিরাজ (২০) নামে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১২ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ সাজা দেন।সাজাপ্রাপ্ত মিরাজ উপজেলার আমড়াছিয়া ইউনিয়নের হোগলপাতি গ্রামের পান্না হাজির ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, শুক্রবার দুপুরে থানা পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় মিরাজ নামের এক যুবককে ৩ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করে।পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই কিশোরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।মঠবাড়িয়া থানার ওসি আসিকুজ্জামান (পিপিএম-সেবা) জানান, ওই কিশোরকে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।