মাহবুবা নাজমিন কাউখালী প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ ইসলামিক কমপ্লেক্সে কওমি মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) জুমার নামাজ বাদ কাউখালী কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন উপজেলা পরিষদ ইসলামিক কমপ্লেক্স মাদ্রাসা ভবনে ছাত্রদের সবক দান ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে কওমি মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদ ইসলামিক কমপ্লেক্স মাদ্রাসার প্রধান মাওলানা মোঃ মোশাররফ হোসেন এর সঞ্চালনায় ও অত্র কমপ্লেক্সেের প্রতিষ্ঠাতা ও পরিচালক কাউখালী উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু সাঈদ মিয়া মনুর সভাপতিত্বে ছাত্রদের সবক ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এ কে এম আব্দুস শহীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, লাইখুজ্জামান মিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিলটন, শিয়ালকাঠি দারুসুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুস্তাফিজুর রহমান, কাউখালী কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, উপজেলা পরিষদের জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি খলিলুর রহমান, ডুমজুরি মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ওমর ফারুক, মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহমুদ হোসাইন, কাউখালী ইসলামি কমপ্লেক্স কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি ফরহাদ হোসেন সহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ছাত্রদের সবক দান ও উদ্বোধনী অনুষ্ঠান দোয়া পরিচালনা করেন দক্ষিণ অঞ্চলের হক্কানী আলেমেদ্বীন মুফতি মাওলানা আব্দুস সাত্তার সাহেব পীর সাহেব হুজুর গালুয়া।