1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া ভেড়ামারার ঐতিহ্যবাহী চাঁদগ্রাম মসজিদ-মাদ্রাসা, গোরস্থান ও ঈদগাহ এই চার প্রতিষ্ঠানের কমিটি গঠন মঠবাড়িয়ার ইউএনওর বদলি ঠেকাতে শিক্ষক পরিবারের সংবাদ সম্মেলন কাউখালীতে নাশকতা, হত্যা,ধর্ষনসহ একাধিক মামলার আসামি যুবলীগ ক্যাডার উজ্জ্বল গ্রেপ্তার ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা গজারিয়ায় উওর শাহপুর কেন্দ্রীয় ঈদগাঁও কমিটি গঠন গজারিয়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিএনপি নেতার উপহার কাউখালীতে অগ্লিকান্ডে দুই বাড়ি ভস্মীভূত মুন্সিগঞ্জ সিপাহি পাড়া সড়কের দু’পাশে অবৈধ ফুটপাত দখলের উচ্ছেদ নেছারাবাদে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার কাউখালীতে নাশকতা মামলায় তাতী ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেফতার

ভেড়ামারা আজিজ বিড়ির মোড়ে তৃষ্ণার্ত মানুষের পাশে সমাজসেবী তানভীর আহমেদ তাপস

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

নাসিম উদ্দিন ভেড়ামারা প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভাস্হ ৮ নং ওয়ার্ডের আজিজ বিড়ির মোড় সংলগ্ন কমা ড্রাইভারের বাড়ী ও তার আশে পাশের বেশ কিছু পরিবারের প্রায় ৩ শতাধিক মানুষ দীর্ঘদিন যাবৎ মিঠাপানির কষ্টে ভুগতেছিলেন।ওখানে চাপকলের ব্যবস্হা থাকলেও পানির লেয়ার নেমে যাওয়ায় পানি না উঠার কারণে পানির অভাবে প্রায় তিন ‘মাস যাবৎ এলাকাবাসি পানির সীমাহীন কষ্টে জীবন যাপন করছেন।তাদের দীর্ঘদিনের পানি সংকট দূরীকরণে এগিয়ে এসেছেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রয়াত সভাপতি,আওয়ামীলীগের বিগত ৪ দশকের দুর্দিনের সংগঠক, ভেড়ামারার গণমানুষের শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত মুজিবুল হক মাঙ্গন’র পুত্র,মেসার্স মাঙ্গন কনস্ট্রাকশন’র স্বত্বাধিকারী,বিশিষ্ট কনস্ট্রাকশন ঠিকাদার,তরুণ প্রজন্মের আস্হা ও বিশ্বস্ততার প্রতিক, সামাজিক ও মানবিক মানব তানভীর আহমেদ তাপস।
ভেড়ামারা করিম বিড়ি মোড়ের একটি ট্যাপ থেকে এলাকাবাসি দীর্ঘদিন যাবৎ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খাবার পানি সংগ্রহ করে।বিষয়টি তানভীর আহমেদ তাপস’র নজরে এলে তিনি উক্ত এলাকায় একটি সাবমার্সিবল পানির পাম্প স্হাপনের সংকল্প করেন এবং আজ সোমবার তার নিজস্ব অর্থায়নে এ কাজটি সম্পন্ন করা হয়। বলাবাহুল্য, অতি সম্প্রতিকালে কুষ্টিয়ার ভেড়ামারার প্রত্যন্ত অঞ্চল পানির লেয়ার সংকটে সমস্ত টিউবওয়েল গুলো পানি শূণ্যতায় নিমজ্জিত। মানুষের নাওয়া, খাওয়া ও গোসলের পানির তীব্র সংকট দেখা দিয়েছে।সামর্থবানরা বিপুল টাকার বিপরীতে সাবমার্সিবল নলকূপ স্হাপন করতে পারলেও বিত্তহীনরা সামর্থ্যের অভাবে তা স্হাপন করতে পারেননি।এলাকাবাসি আব্দুল খালেক,কমা ড্রাইভার সহ বেশ কয়েকজন মহিলার সাথে সাক্ষাৎকালে তারা জানান আমাদের,দীর্ঘদিনের পানি সমস্যার সমাধান করেছেন তানভীর আহমেদ তাপস। এতে করে আমরা খুশি।আমরা আজীবন এমন মানবিক মানুষের মহতী কাজে তার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো।তাছাড়া অন্যান্যরাও তাপস’র এমন মহতী কাজের প্রশংসা করেছেন।”তানভীর আহমেদ তাপস” তার নিজস্ব অর্থায়নে উক্ত এলাকায় একটি সাবমার্সিবল পানির পাম্প স্হাপন করে দেন। এছাড়াও সমাজ সেবক “তাপস” হিড়িমদিয়া জাপানের পুল, কুঠিবাজার বাবুপাড়া, ভেড়ামারা ডাকবাংলো মার্কেট সহ বহু জায়গায় তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সাবমারাসিবল পানির পাম্প স্হাপন করে দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓