কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটেছে।এতে অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে।শনিবার (৩ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইন ও রেসকোর্স এলাকায় এ ঘটনা ঘটে।এদিকে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জেলার চান্দিনা বাস স্ট্যান্ড এলাকায় চান্দিনা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে ভাংচুর ও পরে আগুনে জ্বালিয়ে দেয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুরে মিছিল নিয়ে কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকায় অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে, এতে শিক্ষার্থীরাও পাল্টা ইট পাটকেল ছুঁড়ে।এক পর্যায়ে, আওয়ামীলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে।এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশ লাইন্সের ভেতর ও আশেপাশের বিভিন্ন বাসায় অবস্থান নেন।আন্দোলনকারী শিক্ষার্থী ইকবাল হোসেন ও জামাল উদ্দিন বলেন, এটা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি।আমরা কুমিল্লা মহানগরীর সকল শিক্ষাপ্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছি।অন্যায়ভাবে ছাত্রলীগ আমাদের উপর হামলা ও গুলি চালিয়েছে।এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার সাইদুল ইসলাম বলেন, ঘটনার সময় দেড় শতাধিক শিক্ষার্থী প্রাণ ভয়ে পুলিশ লাইন্সের ভেতর আশ্রয় নেয়, আমরা তাদের উদ্ধার করে গাড়িতে বাসায় পৌছে দিয়েছি।