কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগ শুকরানা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ আগস্ট) বিকাল ৪ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা শাখার আয়োজনে শুকরানা মিছিলটি চিরাপাড়া ব্রীজ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাব্বির হোসেন, সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন প্রমুখ।এসময় জামায়াতের শুকরানা সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ।মিছিলে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের উপজেলা ও ইউনিয়ন এর নেতা কর্মি অংশগ্রহণ করেন।সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন, খুনি, ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনে দেশ আজ শৃংখলমুক্ত হয়েছে।এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের জন্য দোয়া করা হয়। সংখ্যালঘুদের উপর কেউ যাতে হামলা করতে না পারে এবং কোন রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানান।