বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:
ফ্যাসিষ্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গনহত্যার বিচারের দাবিতে পটুয়াখালীর বাউফলে অবস্হান কর্মসূচি পালন করা হয়েছে।বাউফল উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বুধবার সকাল ১০ টায় বাউফল পৌরসভার পাবলিক মাঠ সড়ক এ অবস্হান কর্মসূচি পালন করা হয়।বাউফল পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মোঃ শহিদুল আলম তালুকদার। অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ তছলিম উদ্দিন তালুকদার, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ জলিলুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম জসিম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ফিরোজ, সাবেক ছাত্রদল নেতা মো. শাহীন রেজা, পৌর ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল ফাহাদ, যুবদল নেতা আল-আমিন প্রমুখ।