কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতা রোধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের কাউখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৬ আগস্ট) বিকালে উত্তর বাজার দলীয় কার্যালয় সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দক্ষিণ বাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবিরের সভাপতিত্বে বক্তৃতা রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া, আহবায়ক কমিটির সম্মানিত সদস্য শাফিউল আজম দুলাল, শাহ ইমরান ফারুক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, উপজেলা যুবদলে সদস্য সচিব শারিফুল আজম সোহেল, স্বেচ্ছাসেবক দলের সচিব রাকিব তালুকদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমন প্রমূখ।পরে বিভিন্ন সময় আন্দোলনে নিহত দলীয় নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।