কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
অর্থ আত্মসাৎ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান ( ৪০) কে গ্রেফতার করেছে কাউখালী থানার পুলিশ।বুধবার (২১ আগস্ট) সকালে পুলিশ স্কুলের অফিস কক্ষ থেকে তাকে গ্রেফতার করে।পুলিশ দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।মামলা সূত্রে জানা যায়, উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের অর্থ আত্মসাৎতের অভিযোগে সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান বিভিন্ন ভুয়া বিল-ভাউচার তৈরি করে প্রতিষ্ঠানের লাখ লাখ টাকা আত্মসাৎ করেন।আত্মসাতের এ ঘটনায় ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাজ্জাক তালুকদার বাদী হয়ে চলতি বছরের ৩০ মে অভিযুক্তের বিরুদ্ধে (সিআর মামলা নং-৫০/২০২৪, কাউখালী থানা, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত নং-০৪, পিরোজপুর) মামলা দায়ের করেন।আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা পিরোজপুরকে নির্দেশ প্রদান করে।জেলা গোয়েন্দা শাখা পিরোজপুরের পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রেজাউল করিম রাজীব তদন্তে বাদীর আনীত অভিযোগের সত্যতা প্রমানিত হয়েছে বলে আদালতে প্রতিবেন দাখিল করেন।আদালত পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।মামলার প্রেক্ষিতে বুধবার সকালে তাকে ওই স্কুল সংলগ্ন রাস্তা থেকে গ্রেফতার করে পুলিশ।পরে দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, অর্থ আত্মসাৎ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মিজানুর রহমানকে বুধবার সকালে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।