1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়া অপহরণের মামলা করলেন কনের মা, বরের দাবি ভালোবাসার বিয়ে গজারিয়া মেঘনা নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ রাঙাবালীর জামালের বাড়িতে ঈদ উপহার দিলেন ইউএনও গজারিয়া মহাসড়কে ছিনতাইয়ের ঘটনায় আটক ১ ঈদগাহে ইমাম লাঞ্ছিত: নামাজ পড়াতে বাধা পিরোজপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‘র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কাউখালীতে ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানো নিয়ে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ৭ নেতা আহত রাঙ্গাবালীতে সেতু নির্মাণে লবন পানি দিয়ে কাজ চলছে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভক্তি বিভাজন জনগন প্রত্যাশা করে না : কোতোয়ালিতে ডা: ইরান পাওনা টাকা চাওয়ায় দোকান তালাবদ্ধ ও মারধরের অভিযোগ

মিরসরাইয়ে পোলট্রি শিল্পে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

মিরসরাইয়ে পোলট্রি শিল্পে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি
স্মরণকালের ভয়াবহ বন্যায় চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পোলট্রি শিল্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিঃস্ব হয়ে গেছেন অনেকে খামারি। টাকার অংকে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়ে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।খোঁজ নিয়ে জানা গেছে, ২১ আগস্ট থেকে টানা সাতদিনের বন্যায় উপজেলার করেরহাট, হিঙ্গুলি, জোরারগঞ্জ, ধুম, ওচমানপুর, ইছাখালী, কাটাছরা, মিঠানালা, মঘাদিয়া, মায়ানী, খৈয়াছরা, ওয়াহেদপুর, হাইতকান্দি ও সাহেরখালী ইউনিয়নে আংশিক ক্ষতি হয়েছে। পানিতে ভেসে শতাধিক খামারের প্রায় লাখ লাখ মুরগি। এছাড়া ৭০ গরু বন্যার পানিতে ভেসে গেছে। ২৪টি ছাগল ও আটটি মহিষ মারা গেছে। পাহাড় ধসে মারা গেছে দুটি গরু ও তিনটি ছাগল।উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের বাপ্পি পোলট্রি ফর্মের সত্ত্বাধিকারী জাহেদ হোসেন বাপ্পি বলেন, আমি ২০০৬ সাল থেকে পোলট্রি ব্যবসার সঙ্গে জড়িত। আমার মিসরাইয়ের বেচুনি পোল এলাকায় চার হাজার ব্রয়লার, ছাগলনাইয়ার আলোকদিয়ায় পাঁচ হাজার ব্রয়লার ও ৯ হাজার ৮০০ সোনালি এবং সমিতি বাজার এলাকায় ১০ হাজার ব্রয়লার মুরগি ছিল। বিক্রয়যোগ্য এসব মুরগি বন্যার পানিতে মারা গেছে। এতে আমার প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।তিনি আরও বলেন, আমি সিপি কোম্পানির অনুমোদিত ডিলার। ওরা আমার কাছে ১০ লাখ টাকা পাবে। এছাড়া ব্যাংক ঋণ রয়েছে। এখন কীভাবে মাথা তুলে দাঁড়াবো ভাবতে পারছি না। বন্যার পর থেকে আমি অসুস্থ হয়ে পড়েছি।আরেক খামারি কেফায়েত উল্লাহ হাজারী বলেন, জীবনে কখনো এমন ভয়াবহ পরিস্থিতি দেখিনি। বন্যায় আমি শেষ হয়ে গেছি। বন্যায় আমার খামারের ১১ হাজার মুরগি মারা গেছে। এতে আমার ২৮ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। কীভাবে এ ক্ষতি কাটিয়ে উঠবো বুঝতে পারছি না।
একাধিক খামারির সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু মুরগি মারা গেছে এ ক্ষতি না। বন্যাকবলিত প্রায় সবগুলো শেড নষ্ট হয়ে গেছে। এগুলো মেরামত করতে অনেক টাকা লাগবে। এছাড়া শ্রমিক পাওয়া যাচ্ছে না। পেলেও অতিরিক্ত মজুরি ছাড়া কেউ করছে না।গরুর খামারি আনোয়ার ডেইরি ফার্মের সত্ত্বাধিকারী আনোয়ার বলেন, বন্যায় ৭০ গরু মারা গেলেও আগামীতে গো খাদ্যের অভাবে অনেক গরু মারা যাবে। উপজেলায় প্রায় ১০০ টন শুকনা খড় পানিতে ভেসে গেছে। পানির নিচে ডুবে পচে গেছে ৫০ একর জমিতে চাষ করা ঘাসের জমি।মিরসরাই উপজেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন জানান, বন্যায় মিরসরাইয়ে পোলট্রি শিল্পে অনেক ক্ষতি হয়েছে। অনেক খামারি পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে যাবে। এছাড়া ক্ষতিগ্রস্ত খামারগুলোতে আগামী ৩ মাস মুরগির বাচ্চা তোলা যাবে না। অনেকে বেকার হওয়ার আশঙ্কা করছি।মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ জানান, বন্যায় উপজেলার শতাধিক পোলট্রি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। বন্যার পানি নেমে গেলে আরও তথ্য পাওয়া যাবে। এছাড়া ৭০টি গবাদি পশু ভেসে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে সামনের দিনগুলো খামারিদের জন্য আরও কঠিন হবে। আগামী ৩ মাস ক্ষতিগ্রস্ত খামারে মুরগি তোলা সম্ভব হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓