1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মেঘনায় সংঘর্ষে আহত ১০, ভাঙচুরের পর লুটপাটের আশঙ্কা কাউখালী উপজেলা বিএনপির সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্তানকে বিক্রি করে অলংকার ও মোবাইল কিনলেন মা গজারিয়ায় সিকোটেক্স ডাইং এন্ড প্রিন্ট্রিং ফ্যাক্টরিতে আগুন চীনের দেয়া মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালে হলে উপকৃত হবে ২২ জেলার  মানুষ  মেঘনা সেতুর ঢালে রডভর্তি ট্রাক বিকল, মহাসড়কে যানজট ড্রাম ট্রাকে পৃষ্ঠে গেল যুবক কাউখালীতে নারীপক্ষ ও ডিডিএস ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত পিরোজপুরে দুদকের মামলায় হিসাবরক্ষণ ও এলজিইডি’র ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার গজারিয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

শিক্ষকদের জোরপূর্বক অপসারণ ও হেনস্থাতের প্রতিবাদে কাউখালীতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জোরপূর্বক অপসারণ, হেনস্থ করা, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট বা বিবৃতি এবং মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ মানববন্ধন করেছে পিরোজপুরের কাউখালী উপজেলা সত্যেন্দ্রনাথ বন্দেপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।সত্যেন্দ্রনাথ বন্দেপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের ব্যানারে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীরা উপজেলা পরিষদের সামনের রাস্তা বন্ধ করে দিয়ে অবরোধ করে রাখে। পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে তাদের দাবিদাওয়ার একটি স্মারকলিপি দেয়।

সত্যেন্দ্রনাথ বন্দেপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জান্নাতী বলেন, “এই শিক্ষকরাই আমাদের গড়ে তোলছেন। জাতি গঠনের কারিগর হচ্ছেন তারা। কিন্তু স্বৈরাচার সরকার পতনের পর সারাদেশে শিক্ষকদের উপর হামলা-নির্যাতন হচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এটা মেনে নিতে পারছি না। এ কারণে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদে নেমেছি। যারা শিক্ষকদের অপমান, লাঞ্ছিত, আমাদের শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট বা বিবৃতি এবং মিথ্যাচার করছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ আমরা এ মানববন্ধন কর্মসূচি পালন করছি।

এসময় উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগে বাধ্য করাসহ শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। এটা স্পষ্টতই অন্যায় ও অনাকাঙ্ক্ষিত। কোনো শিক্ষক যদি অপরাধী হোন, বা দলীয় পরিচয় দিয়ে অপকর্ম করে থাকেন, তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে হবে। এভাবে জোরপূর্বক শিক্ষকদের লাঞ্ছিত করা কোনোভাবেই কাম্য নয়। এবিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শিক্ষার্থীদের সকল ভালো কাজে প্রশাসনের সহযোগিতার আশ্বাস দিয়ে তাদেরকে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহবান জানান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান নিক্সন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓