নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা ঐতিহ্যবাহী ভবের চর উচ্চ বিদ্যালয়ের মাঠে ভবের চর একতা সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল আকর্ষণীয় গোল্ড কাপ ফাইনাল খেলা। খেলায় অংশগ্রহণ করেন ভিটিকান্দি ডায়মন্ড ক্লাব এবং বক্তার কান্দি একঝাঁক পায়রা ক্লাব। উত্তেজনা পুর্ন খেলায় উভয় দল ১/১গোলে সমতা হলে ভবের চর একতা সংঘের সিদ্ধান্ত মোতাবেক ট্রাইবেকার দেওয়া হয়।ট্রাইবেকারে ভিটিকান্দি ডায়মন্ড ক্লাব ৬/৫ গোলে বিজয়ী হয়। আজকের এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার মামুনুর রশিদ, প্রফেসর গিয়াসউদ্দিন, মোতাহার হোসেন জাহাঙ্গীর, ভবের চর একতা সংঘের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রব মিয়া, সাংগঠনিক সম্পাদক রমজান প্রধান, সাইফুল ইসলাম, লোকমান হোসেন সিকদার বীর মুক্তিযোদ্ধা এম এ আজম,সহ সভাপতি শাহাবুদ্দিন খান,ভবের চর ফ্রেন্ডস এসোসিয়েশনের সভাপতি আঃ হক, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ফুটবল প্রেমী অসংখ্য মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজির হোসেন সিকদার। অনুষ্ঠান শেষে উভয় দলকে পুরষ্কার বিতরণ করা হয়।