নিজস্ব প্রতিবেদক :
সারাদেশের ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।এতে পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাথমিক ও গনশিক্ষা অধিদপ্তরের উপ সচিব মোহাম্মদ আশরাফুল আলম খান। অল্প সময়ের মধ্যেই তিনি পিরোজপুরে যোগদান করবেন বলে জানা গেছে।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের প্রত্যাহার শুরু হয়। গত ২০ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে ২৫ ডিসিকে প্রত্যাহার করে নেওয়া হয়।