নাসিম উদ্দিন স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব আকাশ কুমার কুন্ডুর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা চত্বরে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়, সমাবেশে উপজেলার বিভিন্ন স্কুলের শত শত শিক্ষার্থীরা একত্রিত হয়ে "ইউ এন ও স্যারের বদলি মানি না মানবো না" স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো উপজেলা চত্বর সহ পুরো ভেড়ামারা শহর। সমাবেশের শুরুতে সর্বস্তরের মানুষ এবং শত শত শিক্ষার্থীরা ভেড়ামারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে জমায়েত হয়ে বলেন, জনাব আকাশ কুমার কুন্ডু মহোদয় একজন ভালো মানুষ তিনি আসার পর থেকে তিনি তার কাজ দিয়ে সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে মিশতে পারেন তার কাছে কোন ভেদাভেদ নেই উপজেলার উন্নয়নে তার ভূমিকা অনেক তাই তার এই বদলির আদেশ আমরা মানি না তাকে এখানে আরো কিছুদিন দেখতে চাই। বদলি বিষয়ে ইউএনও মহোদয়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার বদলি আদেশ পেয়েছি কিন্তু রিলিজ আদেশ হাতে পায়নি সরকারের আদেশ যায় আসুক আমাকে মানতে হবে এ আদেশ কে শ্রদ্ধা জানাই, আমি আসার পর থেকে ভেড়ামারা বাসি আমাকে অনেক সহযোগিতা করেছে আমি এদের প্রতি কৃতজ্ঞ, ভেড়ামারা বাসির ভালবাসায় আমি মুগ্ধ এই অবস্থায় সরকার চাইলে আমি যেতে কিংবা থাকতেও রাজি আছি।