আল মামুন,গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি :
মঙ্গলবার সকাল ১১টায় গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে এক সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা নির্বাহী অফিসার মো.মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।বিশেষ অতিথি মেজর মো:মেহেদী হাসান, অফিসার ইনচার্জ মো.আশাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো.নাসিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার,উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো.ছত্তার হাওলাদার, জামায়েত ইসলামের আমীর মাও: মো.জাকির হোসেন,ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, গন অধিকার পরিষদ এর আহ্বায়ক মো.হাফিজুর রহমান, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও প্রভাষক মো: হারুন অর রশিদ , প্রধান শিক্ষক মো: নিজাম উদ্দিন, গলাচিপা কালিবাড়ি কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার দত্ত ও এবং স্থানীয় সাংবাদিক, শিক্ষক রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং সঞ্চালনায় ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী।আলোচনায় প্রধান অতিথি হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার এবং মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত অবরোধে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী পুলিশ দায়িত্ব পালন করবেন। পরে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গলাচিপা উপজেলা নিহত ৬জনার মধ্যে ৪জনকে প্রত্যেককে ১৫ জাহার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেন।