নাসিম উদ্দিন কুষ্টিয়া প্রতিনিধি
প্রতিদিনের মতো আজ উত্তপ্ত হয়ে পড়েছে জনগণ কিন্তু কেন এই উত্তপ্ত। তারই ধারাবাহিকতায় রাস্তা যেন হয়ে পড়েছে খাল বিল ডোবার মত।এ ঘটনা ঘটেছে ভেড়ামারা উপজেলা প্রাণকেন্দ্রে অবস্থিত হাইরোড সড়কে,আর এই সড়কে যেন জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে যা বলা যায় যে জনগণের দুর্ভোগ সড়কে কাঁদা এই চিত্রটি দেখা যাচ্ছে ভেড়ামারা মিরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকনের বাড়ির সামনের।জনগণের প্রশ্ন একটাই এই দুর্ভোগের শেষ কোথায় বলা হয়েছে যে কুষ্টিয়া যাওয়ার পথ। এই পথকে বোঝানো হয়েছে, এবং এটাই হচ্ছে হাই রোড।এই রোড দিয়ে প্রতি নিয়ত স্কুল কলেজ মাদ্রাসা এমনকি অ্যাম্বুলেন্স দ্রুতভাবে রোগী নিয়ে পৌঁছানো প্রতিনিয়ত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই ডোবা খাল বিল রাস্তার কারণে, শুধু তাই নয় এই রাস্তা দিয়ে কুষ্টিয়া টু প্রাকপুর এবং মহিখন্ডি যায় এই পথ দিয়ে কুষ্টিয়া বাসীরা।আশেপাশের লোকজন বলছে যে এই দুর্ভোগের কারণে পথচারীদের এবং আশেপাশে যাদের বাড়ি রয়েছে তাদেরও অনেক কষ্ট হচ্ছে কারণ যে কোন সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। জনগণের একটাই দাবি রাস্তা সংস্কার চায়।