রাজীব কুমার মালো নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি পৌর এলাকার তিনটি পুজা মন্দির পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক মো:মাহাবুবুল হক নান্নু ও সাবেক জেলা বিএনপি সভাপতি মোঃ মোস্তফা কামাল মন্টু। শুক্রবার
(১১ অক্টোবর) রাতে মোহাম্মদ মাহাবুবুল হক নান্নুর নেতৃত্বে বিএনপি একটি দল নলছিটির পূজা মন্ডপ গুলো পরিদর্শন করেন। এ সময় তারা সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান। হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। সনাতন ধর্মের সব থেকে বড় উৎসবের খোঁজ খবর নেন।নলছিটি শহরের তারাবাড়ী মন্ডপ, হরিসভা মন্ডপ, ও পুরান বাজার মণ্ডপে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় নলছিটি উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নলছিটি তারাবাড়ি মণ্ডপে সংক্ষিপ্ত বক্তব্যে, মাহাবুবুল হক নান্নু বলেন, তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি নেতা কর্মীরা রাত জেগে পূজা মন্ডপ গুলো পাহারা দিচ্ছে। তিনি আরো বলেন, সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কিছু নেই। আমরা সবাই বাঙ্গালী, সকল ধর্মের মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের নিজ ধর্মের উৎসব পালন করবে। এতে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা সকলকে ধরে রাখতে হবে।এ সময় ছিলেন উপস্থিত ছিলেন তারাবাড়ি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক এবং পূজা কমিটির সভাপতি ও সম্পাদক ও অন্যান্য বন্ধুরা নেতৃবৃন্দরা। আরো উপস্থিত ছিলেনআরো উপস্থিত ছিলেন, সাবেক জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবি রানা, নলছিটি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান, যুগ্ম আহবায়ক মিরাজুল ইসলাম খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক রনি তালুকদার, সদস্য সচিব সাব্বির আহমেদ, যুগ্ন আহবায়ক ফয়সাল শিকদার, শাওন। কলেজ ছাত্রদলের আহবায়ক রাকিব গাজী, সদস্য সচিব হিমেল। আরো উপস্থিত ছিলেন, নলছিটি পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মো: রাসেল হাওলাদার, মিরাজ তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জিয়াউর কবির মিঠু, রেজওয়ান হাওলাদার, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক বশির, রাজিব,হাসিবুল হাসান সবুজসহ প্রমুখ।