মঠবাড়িয়া ( পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া ভেজাল পণ্য বিক্রির দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার। ১২ অক্টোবর শনিবার উপজেলার মিরুখালী বাজারে ২০ দোকানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর। এ সময় মেয়াদোতীর্ণ মালামাল, ভেজাল কসমেটিক্স ও মানহীন পণ্য এবং ঔষধ সরবরাহ করার দায়ে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পিরোজপুর জেলার সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মঠবাড়িয়া উপজেলার মিরুখালি বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোতীর্ণ মালামাল, ভেজাল কসমেটিক্স ও মানহীন পণ্য এবং ঔষধ সরবরাহ করার দায়ে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন এ অভিযান অব্যাহত থাকবে।