রাজীব কুমার মালো নিজস্ব প্রতিবেদক :
ঝালকাঠিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে দেশের সর্বাধিক জনপ্রিয় দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় করা হয়। এ আয়োজন ঘিরে রাজনৈতিক, সাংবাদিক এবং সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দের মিলন মেলায় পরিণত হয় ঝালকাঠি প্রেসক্লাব চত্বর। নতুন আঙ্গীকে কালবেলার পথচলার দ্বিতীয় বার্ষিকী উদ্যাপনে বুধবার সন্ধ্যায় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কালবেলা ঝালকাঠি ব্যুরো প্রধান মোহাম্মদ আরিফ সরদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক এড. আককাস সিকদার, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, টেলিভিশন জার্নালিস্ট এ্যাশোসিয়েশনের আহবায়ক আল- আমিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত ও দুলাল সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক গাউছিয়া প্রকাশক অলক সাহা।