জান্নাতীন নাঈম জীবন,পবিপ্রবি প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রো-ভাইস চ্যান্সেলর পদে প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান কে এবং ট্রেজারার পদে প্রফেসর মোঃ আব্দুল লতিফ কে নিয়োগের আদেশ জারি করা হয়েছে।রবিবার (২৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানান হয়।প্রজ্ঞাপন অনুযায়ী,মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (১) ধারা অনুযায়ী কীটবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানকে প্রো-ভাইস চ্যান্সেলর এবং জিনতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর মোঃ আব্দুল লতিফকে ট্রেজারার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। উভয় নিয়োগের মেয়াদ হবে চার বছর, যা তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তার বর্তমান পদমর্যাদার সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।প্রফেসর মোঃ আব্দুল লতিফ ট্রেজারার পদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২৭.১২.২০২০ তারিখে জারিকৃত ২৬৭ নম্বর প্রজ্ঞাপন অনুসারে তিনি মাসিক সম্মানি ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। তারা বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।এই নিয়োগসমূহ জনস্বার্থে জারি করা হয়েছে এবং প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।