কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ফাতেমা আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান আশ্রায়ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ফাতেমা আক্তার কুমিয়ান আবাসনের প্রবাসী জাকির হোসেন এর মেয়ে।নিহত ফাতেমার পরিবারের সূত্রে জানায়, ঘরের ভিতরে মোবাইল চার্জের জন্য বিদ্যুৎতের সংযোগ দিয়ে রাখা ছিল। শিশুটি সবার অজান্তে সেখানে গিয়ে ওই সংযোগে অসাবধানতা বসত হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।বিষয়টি তার মা বুঝতে পেরে ডাকচিৎকার শুরু করেন। তখন আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দ্বীপ্ত কুন্ডু বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।