ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানীতে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদীর আহ্বানে তুরস্কের ইজার ক্যাপাসি নামে একটি সংস্থা বিভিন্ন সহায়তা ও নগদ অর্থ প্রদান করেছে।শনিবার (৩০ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে এ সহায়তা দেয়া হয়।এসব সহায়তার মধ্য রয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ শুক্কুর আলী ও আহত মোস্তফা মীরকে দু’টি দোকান ঘর নির্মান, বৌডুবী মাদরাসার সামনে অজুখানা নির্মাণ, অস্বচ্ছল পরিবারের মাঝে পাঁচটি গরু, ১৫টি ছাগল বিতরন, ২৩টি অগভীর নলকূপ স্থাপন, ২৫টি পরিবার ও একটি মাদরাসায় নগদ অর্থ বিতরণ।এ সময় ইন্দুরকানী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসাইন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, প্রেসক্লাব সভাপতি খান মো: নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য আবুল কালাম গাজীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় মাসুদ সাঈদী বলেন, ‘সংস্থাটি কক্সবাজারে রোহিঙ্গাদের সামাজিক উন্নয়নে কাজ করছে। তার ডাকে সাড়া দিয়ে তারা ইন্দুরকানীতে এসেছে। ইন্দুরকানীতে হতদরিদ্র পরিবারের মাঝে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে।