1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া ভেড়ামারার ঐতিহ্যবাহী চাঁদগ্রাম মসজিদ-মাদ্রাসা, গোরস্থান ও ঈদগাহ এই চার প্রতিষ্ঠানের কমিটি গঠন মঠবাড়িয়ার ইউএনওর বদলি ঠেকাতে শিক্ষক পরিবারের সংবাদ সম্মেলন কাউখালীতে নাশকতা, হত্যা,ধর্ষনসহ একাধিক মামলার আসামি যুবলীগ ক্যাডার উজ্জ্বল গ্রেপ্তার ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা গজারিয়ায় উওর শাহপুর কেন্দ্রীয় ঈদগাঁও কমিটি গঠন গজারিয়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিএনপি নেতার উপহার কাউখালীতে অগ্লিকান্ডে দুই বাড়ি ভস্মীভূত মুন্সিগঞ্জ সিপাহি পাড়া সড়কের দু’পাশে অবৈধ ফুটপাত দখলের উচ্ছেদ নেছারাবাদে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার কাউখালীতে নাশকতা মামলায় তাতী ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেফতার

সাজসজ্জাহীন বিজয় দিবস পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে, শিক্ষার্থীদের ক্ষোভ 

  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন,পবিপ্রবি প্রতিনিধি:

মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচিতে সকল সরকারী-বেসরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্ণিল আলোকসজ্জাসহ উদযাপন করা হচ্ছে।  কিন্তু পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে নেই আলোকসজ্জার ছিটেফোঁটা।সরেজমিনে দেখা যায়,মূল ক্যাম্পাসের প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যমূলক আচরণ দেখা দিয়েছে বরিশাল ক্যাম্পাসকে ঘিরে। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের মতো এ ক্যাম্পাসে নেই কোনো সাজসজ্জা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায় এবারই প্রথমবার এরকম দৃশ্য দেখছে তাঁরা । জুলাই গণঅভ্যুত্থানের পরে বিজয় দিবসকে ঘিরে এরকম দৃশ্য শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি করছে।বিশ্ববিদ্যালয়ের ২২-২৩ সেশনের এক শিক্ষার্থী জানান, গতবছর বিজয় ও অন্যান্য দিবস উপলক্ষে আংশিক সাজসজ্জা  করা হলেও এবার আমাদের ক্যাম্পাসে একদম সাজসজ্জা করা হয় নি। আমার কাছে এটা বৈষম্য বলে মনে হয়েছে। ২৪ এর বিপ্লবের পর এমন বৈষম্য আসলেই মেনে নেবার মতো না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ বিষয়ে আরও যত্নবান হওয়া উচিত।বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল হাজবেন্ড্রী ডিসিপ্লিনের আরেকজন শিক্ষার্থী বলেন, পবিপ্রবির মূল ক্যাম্পাসে বিজয় দিবসে বর্ণিল আলোকসজ্জা করা হলেও বঞ্চিত আমাদের বরিশাল ক্যাম্পাস।একাডেমিক,প্রশাসনিক কোনো ভবনেই নেই  উৎসবের আমেজ। মূল ক্যাম্পাসের আয়োজন দেখলে আমাদের সবসময়ই খারাপ লাগে। জাতীয় দিবসগুলো উদযাপনে দুই ক্যাম্পাসকেই সমান গুরুত্ব দেয়া উচিত।এ বিষয়ে জানতে চাইলে বরিশাল ক্যাম্পাসের জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আহসানুর রেজা জানান, “বাজেট দেওয়া হয়েছে কিন্তু বাজেট প্রয়োজনের তুলনায় কিছুটা কম। সেক্ষেত্রে খেলাধুলাসহ অনান্য  আয়োজনের পরে বড়পরিসরে বাজেট ছিলো না। যতটুকু ছিলো তাতে শহীদ মিনার আলোকসজ্জা করা হয়েছে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ বলেন,বিজয় দিবস আয়োজনে বরিশাল ক্যাম্পাসের জন্য বাজেটের কিছুটা ঘাটতি ছিলো, যদিও গতবছরের তুলনায় এ বছর কিছুটা বাড়ানো হয়েছে। তবুও সেটা পর্যাপ্ত না। আশা করছি আগামীতে বরিশাল ক্যাম্পাসে এ সমস্যাটি থাকবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓