কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যলয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও পিরোজপুর জেলা কায্র্ালয়ের সহকারি পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন।শনিবার (২১ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিন বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালায়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বিভিন্ন অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ১৮হাজার ৫’শত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জানাগেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালী দক্ষিন বাজারে অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক অপূর্ব অধিকারী স্পর্স মেডিকেল হলকে ৩হাজার টাকা,নি¤œ মানের পন্য বিক্রি করায় আনিস কনফেকশনারীকে ২হাজার টাকা, জেলা কায্র্ালয়ের সহকারি পরিচালক দেবাশীষ রায় একই এলাকায় মেয়াদ উত্তীর্ন ওষুধ রাখার অভিযোগে সাইদ মেডিকেল হলকে ৫হাজার টাকা,পুস্প মেডিকেল হলকে ২হাজার ৫‘শত টাকা,সাগর স্টোরকে ৩হাজার টাকা,খান ট্রেডার্সকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।