নিজস্ব প্রতিবেদক :
রাষ্ট্র ও সামাজিক উন্নয়নে সাংবাদিকতার ভুমিকা শীর্ষক বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২ ঘটিকা হতে বাংলাদেশ শিশু কল্যান পরিষদ ভিআইপি কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির মহাসচিব মোঃ মজনুজ্জামান এর সঞ্চালনায় বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটি চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ মাহফুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকোর্টের সাবেক বিচারপতি এ এফ এম আব্দুর রহমান।বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসার ড. আবুল মুনসুর আহম্মেদ। প্রশিক্ষক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হানিফ খান এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সচিব শ্যামল চন্দ্র কর্মকার সারা বাংলাদেশ থেকে ৪০ জন সাংবাদিক রেজিঃ মাধ্যমে প্রশিক্ষণে অংশগ্রহণ করে।প্রশিক্ষণ শেষে সংগঠনের কার্যনির্বাহী কমিটির ৪৮ তম সভা ও সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।