স্টাফ রিপোর্টার :
পিরোজপুরের মঠবাড়িয়ায় মঙ্গলবার দুপুরে র্যাব-৮ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে বহেরাতলায় দুটি গোডাউন থেকে প্রায় ১১ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রয়ের অপরাধে পরিবেশ সংরক্ষণ আইনে মহসিন ও হাসান নামের ২ ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-৮ এর সদস্যবৃন্দ এবং পিরোজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালি।উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত এ অভিযান পরিচালিত হবে।