নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার মেঘনা উপজেলা ১২ বছরের এক কিশোর নিখোঁজ হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে “শিবনগর ও ভারখোলা মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কিশোর উপজেলার টিটিরচর গ্রামের মো. রুবেল মিয়ার ছেলে রুবায়েদ।রুবায়েদের মামা অলিউল্লাহ জানান, নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল বেগুনি রঙের পাঞ্জাবি এবং গায়ের রং ফর্সা। কিশোর নিখোঁজ হওয়ার পর থেকে পরিবার ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। পরে ভুক্তভোগী পরিবার এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।নিখোঁজ শিশুটির ঘটনায় পরিবারসহ এলাকাবাসী গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। রুবায়েদের সন্ধান পেতে প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।সন্ধান পেলে নিন্মে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন। ০১৯৭৬৫২২৯১, ০১৯১৭৩৭১৫৮৩, ০১৯৯৩৭৮৪৮১৩