কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে জেলেদের বিকল্প কর্মসংস্থান লক্ষ্যে "দেশীয় প্রজাতীর মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ৩৫টি গরুর (বকনা) বাছুর বিতরণের অনুষ্ঠান হলেও ঠিকাদার ছোট বাছুর সরবরাহ করায় উপজেলা প্রশাসন তা জেলেদের মাঝে বিতরণ করেননি। সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে গরু বিতরণের জন্য উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, জেলেদের বিকল্প কর্মসংস্থান জন্য যে (বকনা) বাছুর ঠিকাদার সরবরাহ করেছেন সেই বাছুর গুলি আকারে ছোট। তাই আমরা গরুগুলিকে আবার ঠিকাদারের কাছে ফেরত পাঠিয়ে দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, অসহায় জেলেদের মাঝে বিতরণের জন্য যে (বকনা) বাছুর গুলো আনা হয়েছে সেগুলো অনেক ছোট। আমার পছন্দ না হওয়ায় ঠিকাদারের কাছে বাছুর গুলো ফেরত পাঠিয়েছি এরচেয়ে একটু বড় বাছুর দেয়ার জন্য।