নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় এক নারী পথচারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।নিহত ঐ পথচারীর নাম রুবিনা (৩৫), স্বামী মো: ফয়েজ, গ্রাম: রাধা নগর, পো: বেহেলী, থানা: জামালগঞ্জ,জেলা: সুনামগঞ্জ।তিনি স্থানীয় একটি ফ্যাক্টরিতে বাবুর্চির কাজ করতেন।গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নস্থ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অংশে আনোয়ার সিমেন্ট শিট এর সামনে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের (ঢা মেট্রো: চ ১৫-১৭৮২) ধাক্কায় গুরুতর আহত হন ঐ নারী।সংবাদ পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে, স্থানীয় লোকজনের সহায়তায় আহত রুবিনা কে উদ্ধারপূর্বক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা:সাদ করিম বলেন, সকাল ৭ টা ৩০ মিনিটে ঐ নারীকে মৃত অবস্থায় ই আমাদের এখানে নিয়ে আসা হয়,পরীক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো:হুমায়ুন কবির বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি, মাইক্রোবাসটি আটক করা হয়েছে, স্বজনের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।